ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৩ ভাইসহ সাতজনের যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক আখতারুজ্জামান (৭০) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত আব্দুল গফুরের তিন ছেলে কাশেম মিয়া (৫০), ফালান মিয়া (৪৫) ও আসাদ মিয়া (৪০), মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫), আবুল কাশেমের ছেলে এনামুল হক (২০), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া (২৫) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ (২৮)।

রায় ঘোষণার সময় আল আমিন ও এনামুল হক বাদে অন্য পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে চরকাওনা নতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা রামদা, কিরিচ, লোহার রড, লাঠিসোঁটা দিয়ে কৃষক আখতারুজ্জামানকে রক্তাক্ত জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরের দিন ২৮ ডিসেম্বর সকালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে কৃষক আখতারুজ্জামানের মৃত্যু হয়।

পরে সেদিনই তার স্ত্রী আশরাফুন্নাহার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৩ ভাইসহ সাতজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৬:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক আখতারুজ্জামান (৭০) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত আব্দুল গফুরের তিন ছেলে কাশেম মিয়া (৫০), ফালান মিয়া (৪৫) ও আসাদ মিয়া (৪০), মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫), আবুল কাশেমের ছেলে এনামুল হক (২০), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া (২৫) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ (২৮)।

রায় ঘোষণার সময় আল আমিন ও এনামুল হক বাদে অন্য পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে চরকাওনা নতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা রামদা, কিরিচ, লোহার রড, লাঠিসোঁটা দিয়ে কৃষক আখতারুজ্জামানকে রক্তাক্ত জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরের দিন ২৮ ডিসেম্বর সকালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে কৃষক আখতারুজ্জামানের মৃত্যু হয়।

পরে সেদিনই তার স্ত্রী আশরাফুন্নাহার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।