সংসদ গঠনে সহযোগিতা করায় রওশন এরশাদকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ওসমান বলেছেন, ‘এরশাদ সাহেব সুন্দর বক্তব্য দেন, সুন্দর কবিতা লেখেন। তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা দোষ আছে ওনার। মাঝে মাঝে সিদ্ধান্ত বদল করেন আর প্রেমিকা বদল করেন, এছাড়া কোনো দোষ নেই ওনার। উনি সিদ্ধান্ত বদল না করলে সংসদে সবচেয়ে বড় বিরোধী দলের নেতা থাকতেন
২৮ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এরআগে সকাল ১০ টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
খালেদা জিয়া দেশের একমাত্র জঙ্গী, এমন দাবী করে মন্ত্রী বলেছেন, ‘খালেদা জিয়া জঙ্গীদের নেত্রী। ওনার পরিবর্তন হয় নাই। আমি মনে করি একটা জঙ্গী আছে বাংলাদেশে, সেটা হলো খালেদা নিজে জঙ্গী, এছাড়া দেশে কোন জঙ্গী নাই। যারা খুনীদের সাথে হাত মিলায় তাদের সাথে সংলাপ হতে পারে না।
মোহাম্মদ নাসিম বলেন, ‘হরতাল কেউ ডাকে না। কারণ হরতাল হবে না। আমাদের সরকার পরিবর্তন করতে হলে, ভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে। এটা সবাই বুঝে গেছে, যে হরতাল করে আগুন জ্বালিয়ে সরকার পরিবর্তন করা যায় না। তাই এখন মানুষ হরতালের নামে নৈরাজ্য প্রত্যাখ্যান করেছে।’
সংবাদ শিরোনাম
সুন্দর বক্তব্য দেন, সুন্দর কবিতা লেখেন মাঝে মাঝে প্রেমিকা বদল করেন এরশাদ, সংসদে বললেন নাসিম
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
- ৩৫৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ