হাওর বার্তা ডেস্কঃ মরক্কোর মধ্যাঞ্চলে গত শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২০১২ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ২০৫৯ জন। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটি।
ভূমিকম্পে হতাহতদের জীবন বাঁচাতে দরকার অনেক রক্ত। দেশটির অন্যান্য মানুষের মতোই এই দুর্যোগ নাড়িয়ে দিয়েছে ক্রীড়া তারকাদেরও। তাই মানবিক বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারাও।
কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো সেবার বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে। রাতারাতি দলটি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি লাভ করে। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপে সেরা চারে জায়গা করে নেওয়া মরক্কোর জাতীয় ফুটবল দল মারাক্কাশের ভূমিকম্পে হতাহতের সাহায্যার্থে এগিয়ে এসেছে। এরই মধ্যে দলের সদস্যরা আহতদের জন্য রক্তদান করেছেন।
গতাল শনিবার অন্যান্যদের মতো রক্তদান করেছেন পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। পিএসজি তারকা রক্তদানের পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘মানুষের সংকট মুহূর্তে রক্তদানকে অগ্রাধিকার দিতে হবে। রক্তদান প্রত্যেকের জন্য দায়িত্ব যাতে আমরা যতো বেশি পারি জীবন বাঁচাতে পারি।’