হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিলের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তাদের সিজিপিএ শর্তে শিথিলতা আনতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ঢাবি ও সাত কলেজ প্রশাসনের যৌথ বিশেষ সভা ।
জানা যায়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে আরোপিত এই সিজিপিএ শর্ত শিথিল করে সব বর্ষের জন্য এক ও অভিন্ন সিজিপিএ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভা শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।
সপ্রিয়া ভট্টাচার্য্য বলেন,অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএর বিভিন্ন শর্ত ছিল। আজকের মিটিংয়ে সাত কলেজের পক্ষ থেকে সব বর্ষে অভিন্ন সিজিপিএর প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সিজিপিএর অনুরূপ। যা,বাস্তবায়িত করতে অপেক্ষা করতে হবে।
সিজিপিএ শর্ত শিথিলের এ প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে এক বর্ষ থেকে অপর বর্ষে উত্তীর্ণ হতে সিজিপিএ ২.০ পেয়ে পাস করতে হবে।