মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি) কর্তৃক ২২,১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ভিডিও কনফারেন্স মাধ্যমে শুভ উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোণার মদনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ নূর রহমান। সঞ্চালনায় ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে বা আশ্রয় কেন্দ্রে যারা বসবাস করছেন তা আপনাদের নিজের ঘর। তাই তা যত্ন সহকারে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে বসবাসরত সুবিধাভোগীদের উদ্দেশ্য বলেন, কোনো ঝগড়াঝাঁটি বা বিশৃঙ্খলায় জড়ানো যাবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, হাজী আব্দুল আজিজ খান সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) গিয়াস মাহমুদ রুবেল এবং আশ্রয় কেন্দ্রের সুবিধাভোগীরাও বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, ডা. নয়ন চন্দ্র ঘোষ, ডা. অমিত সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, শহীদ স্বরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন, ফায়ার স্টেশন কর্মকর্তা আক্রামুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী, আইসিটি কর্মকর্তা তারেক মাহমুদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ স্বপন মিয়া, ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা রুপক চন্দ্র সরকার, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে আগত সুবিধাভোগীগণ ও গণমাধ্যমকর্মী প্রমুখ।