মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সামনে মুক্ত মঞ্চে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ নূর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মুফতী মোঃ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.নূরুল হুদা খান, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ওসি তাওহীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, ফতেহপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, ডা.নয়ন চন্দ্র ঘোষ, নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, ফায়ার স্টেশন অফিসার আক্রামুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার রীমি ফেরদৌসী, আইসিটি কর্মকর্তা তারেক মাহমুদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ ও গণমাধ্যমকর্মী প্রমুখ। আলোচনা শেষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।