বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারে: ডব্লিউএইচও

চলতি বছর বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে আক্রান্তের সংখ্যাও রেকর্ড ছাড়াবে।

জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, গেল ২২ বছরে বিশ্বব্যাপী ডেঙ্গু আক্রান্ত রোগীর হার বেড়েছে আটগুণ। বর্তমানে বিশ্বের ১২৯টি দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫২ লাখ। চলতি বছর এই সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করছে সংস্থাটি।

বিশেষজ্ঞরা জানান, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্যার প্রকোপ বাড়ায়, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। এ মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেন তারা।

আগামীতে ডেঙ্গুকে মহামারি ঘোষণা করতে হতে পারে বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর