যতই দিন যাচ্ছে, ততই প্রয়োগশীলতা বাড়ছে প্রযুক্তির। প্রতিদিন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। গত কয়েক বছরের মধ্যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন দেখাচ্ছে প্রযুক্তির জগতে। আগামীকালে, কৃত্রিম মেধা ব্যবহার করে কোন ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি হতে পারে, সেই ব্যাপারে আলোচনা চলছে।
এই সময়ে, বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর সংবাদ সঞ্চালনা বিষয়টি অনেক মুখোমুখি করা হচ্ছে।
গত ৯ জুলাই, ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) একজন কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা সংবাদ পাঠ করে। তার নাম ছিল ‘লিসা’। এটি ভারত-বাংলাদেশে রীতিমত চর্চা সৃষ্টি করে।
এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল 24’। যার নাম রাখা হয়েছে অপরাজিতা।
চ্যানেল ২৪–এর নির্বাহী পরিচালক তালাত মামুন প্রথম আলোকে বলেন, একটি সংবাদে উপস্থাপক হিসেবে অপরাজিতা সবার সামনে হাজির হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি থাকবে। আজ রাত ১১টায় প্রযুক্তিভিত্তিক কন্ট্রোল এ অনুষ্ঠানেও অপরাজিতাকে দেখা যাবে। ভবিষ্যতে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি উপস্থাপকের সংখ্যা বাড়ানো হবে। তাদের উপস্থাপনার সংখ্যাও বাড়বে।
তালাত মামুন বলেন, সংবাদ উপস্থাপকদের যেভাবে কিউ দেওয়া হয়, খবর দেওয়া হয়, অপরাজিতাকেও সেভাবে সব দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সেই লেখাকে কথায় রূপান্তর করে অপরাজিতা খবর পড়েছে। আর সে তার সহ–উপস্থাপকের সঙ্গে কথোপকথনও করেছে।
এআই সংবাদ উপস্থাপকের নাম অপরাজিতা কেন? তালাত মামুন বলেন, ‘যাতে না হারে। দেশে যেহেতু প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদপাঠক, তাই এমন নাম রাখা হয়েছে।’ দিন দিন অপরাজিতার প্রযুক্তিগত উন্নয়ন হতে থাকবে। পর্দায় তাঁর উপস্থিতি বাড়বে। আজ থেকে আপাতত সপ্তাহে এক দিন চ্যানেল ২৪–এর পর্দায় দেখা যাবে অপরাজিতাকে।