ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধভাবে গণমানুষের অধিকার আদায় করবো: মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ৬৯ বার

আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের গণমানুষের অধিকার আদায় করবো বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা এত বড় মিছিল করতে পেরেছে, তারা এ সরকারকে পদত্যাগ ঘটাতেও পারবে। আগামীকালের মিছিল আরও বড় হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন বেলা ১১টায় গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি নেতাকর্মীরা। বিকেল পৌনে ৬টার দিকে রায়সাহেব বাজার মোড়ে প্রথম দিনের পদযাত্রা কর্মসূচির সমাপনী সমাবেশে শুরু হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা আব্বাস।

বিএনপির এ নেতা বলেন, বিশ্বে এত বড় রাজনৈতিক মিছিল, মুক্তির মিছিল কেউ করতে পারেনি। কারও চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। সারাদেশে আমাদের মিছিল হয়েছে শান্তিপূর্ণভাবে। বাংলা কলেজের সামনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের লোকজন এমন গণধোলাই দিয়েছে, হামলাকারীরা পালিয়ে গেছে। যারা গণধোলাই দিয়েছে তাদের ধন্যবাদ। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যারা বাধা দেবে তাদের এমনই হাল হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গতকালের নির্বাচনে (ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন) হিরো আলমকে মেরেছে। কারণ, তাদের (আওয়ামী লীগের) কোনো ভোট নেই। বিএনপির ভোট ৯০ ভাগ। তাই ওই নির্বাচন ভুয়া। মূলত এ সরকারই ভুয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ঐক্যবদ্ধভাবে গণমানুষের অধিকার আদায় করবো: মির্জা আব্বাস

আপডেট টাইম : ১২:৪৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের গণমানুষের অধিকার আদায় করবো বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা এত বড় মিছিল করতে পেরেছে, তারা এ সরকারকে পদত্যাগ ঘটাতেও পারবে। আগামীকালের মিছিল আরও বড় হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন বেলা ১১টায় গাবতলী থেকে পদযাত্রা শুরু করে বিএনপি নেতাকর্মীরা। বিকেল পৌনে ৬টার দিকে রায়সাহেব বাজার মোড়ে প্রথম দিনের পদযাত্রা কর্মসূচির সমাপনী সমাবেশে শুরু হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা আব্বাস।

বিএনপির এ নেতা বলেন, বিশ্বে এত বড় রাজনৈতিক মিছিল, মুক্তির মিছিল কেউ করতে পারেনি। কারও চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। সারাদেশে আমাদের মিছিল হয়েছে শান্তিপূর্ণভাবে। বাংলা কলেজের সামনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের লোকজন এমন গণধোলাই দিয়েছে, হামলাকারীরা পালিয়ে গেছে। যারা গণধোলাই দিয়েছে তাদের ধন্যবাদ। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যারা বাধা দেবে তাদের এমনই হাল হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গতকালের নির্বাচনে (ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন) হিরো আলমকে মেরেছে। কারণ, তাদের (আওয়ামী লীগের) কোনো ভোট নেই। বিএনপির ভোট ৯০ ভাগ। তাই ওই নির্বাচন ভুয়া। মূলত এ সরকারই ভুয়া।