ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে সদরের বাজার হাটিতে দুটি গুদাম ঘরে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট ও ৩২টি চায়না দুয়ারী জাল সহ দুই কর্মচারী কে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস। তিনি জানান মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবৈধ জাল ক্রয় বিক্রয় প্রতিরোধে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৪লক্ষ ৫০ হাজার টাকা। আটক দুই কর্মচারী কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তারা জীব চন্দ্র দাস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস জানান আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।