ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে শেষ হচ্ছে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ৭৩ বার

ঢাকা-১৭ উপ-নির্বাচনের প্রচার শনিবার ১৫ জুলাই মধ্যরাত ১২টায় শেষ হচ্ছে। এরপর প্রার্থীরা আর কোনো ধরনের মিছিলও করতে পারবেন না।

এ নির্দেশনা না মানলে প্রার্থীকে গুনতে হবে জরিমানা। এমনকি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা প্রার্থিতাও হারাবেন।

শনিবার ১৫ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, সোমবার ১৭ জুলাই এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনী আইনানুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হয়। ওই হিসাবে শনিবার দিনগত রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে। এ নির্দেশনা না মানলে প্রার্থীকে জরিমানা গুনতে হবে। এমনকি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রার্থিতাও হারাবেন। ওই আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জি এম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটর মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

গেল ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য।

আট এলাকায় সাধারণ ছুটি

দেশের আট এলাকায় আগামী ১৭ জুলাই সাধারণ ছুটি থাকবে। বিভিন্ন নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে সাধারণ ছুটি থাকছে ওইসব এলাকায়।নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সাধারণ ছুটি ঘোষণার জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৭ জুলাই (সোমবার) জাতীয় সংসদের ঢাকা-১৭ শূন্য আসন (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫,১৮,১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) এবং সাতটি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।ভোটগ্রহণের দিন অর্থাৎ ১৭ জুলাই সোমবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মধ্যরাতে শেষ হচ্ছে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার

আপডেট টাইম : ১০:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

ঢাকা-১৭ উপ-নির্বাচনের প্রচার শনিবার ১৫ জুলাই মধ্যরাত ১২টায় শেষ হচ্ছে। এরপর প্রার্থীরা আর কোনো ধরনের মিছিলও করতে পারবেন না।

এ নির্দেশনা না মানলে প্রার্থীকে গুনতে হবে জরিমানা। এমনকি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা প্রার্থিতাও হারাবেন।

শনিবার ১৫ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, সোমবার ১৭ জুলাই এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনী আইনানুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হয়। ওই হিসাবে শনিবার দিনগত রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে। এ নির্দেশনা না মানলে প্রার্থীকে জরিমানা গুনতে হবে। এমনকি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রার্থিতাও হারাবেন। ওই আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জি এম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটর মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

গেল ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য।

আট এলাকায় সাধারণ ছুটি

দেশের আট এলাকায় আগামী ১৭ জুলাই সাধারণ ছুটি থাকবে। বিভিন্ন নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে সাধারণ ছুটি থাকছে ওইসব এলাকায়।নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সাধারণ ছুটি ঘোষণার জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৭ জুলাই (সোমবার) জাতীয় সংসদের ঢাকা-১৭ শূন্য আসন (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫,১৮,১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) এবং সাতটি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।ভোটগ্রহণের দিন অর্থাৎ ১৭ জুলাই সোমবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে নির্বাচন কমিশন।