ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: পার্বত্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ৭২ বার

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, আর এই সরকারের আমলে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে আর এর ফলে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। গত বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের উন্নয়নে গাছের চারা, কৃষি সরঞ্জাম ও গরুর বাছুর বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষে পার্বত্য জেলা পরিষদের ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সমবায় সমিতি ও কৃষকদের ধান কাঁটার মেশিন, পাওয়ার টিলার, ধান মাড়াই, পাওয়ার ফুট স্প্রে মেশিন, মৌ বক্স, পানি পাম্ম মেশিন ও গরুর বাছুরসহ দেশি-বিদেশি বিভিন্ন ফলদ, কৃষিজ এবং বনজ চারা বিতরণ করা হয়। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখরসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: পার্বত্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, আর এই সরকারের আমলে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে আর এর ফলে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। গত বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের উন্নয়নে গাছের চারা, কৃষি সরঞ্জাম ও গরুর বাছুর বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষে পার্বত্য জেলা পরিষদের ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সমবায় সমিতি ও কৃষকদের ধান কাঁটার মেশিন, পাওয়ার টিলার, ধান মাড়াই, পাওয়ার ফুট স্প্রে মেশিন, মৌ বক্স, পানি পাম্ম মেশিন ও গরুর বাছুরসহ দেশি-বিদেশি বিভিন্ন ফলদ, কৃষিজ এবং বনজ চারা বিতরণ করা হয়। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখরসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।