ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হিজড়াদের সংগঠনকে অর্পিত সম্পত্তি দিলো ঢাকা জেলা প্রশাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ৭০ বার

হিজড়াদের সংগঠন ‘স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন’-কে ডেমরা রাজস্ব সার্কেলের শূন্যা মৌজায় ১৫ শতক অর্পিত সম্পত্তি ইজারা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শর্মিতা ফারহিন ও সাধারণ সম্পাদক হিমেলের হাতে এই অর্পিত সম্পত্তির বরাদ্দপত্র তুলে দেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক মডেলের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের সব স্তর, শ্রেণি, পেশা ও লিঙ্গের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। তারই ধারাবাহিকতায় হিজড়া জনগোষ্ঠীদের প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয় ২০১৩ সালের ১১ নভেম্বর। একে একে উন্মোচিত হতে থাকে তাদের ভোটাধিকারপ্রাপ্তি, জনপ্রতিনিধি হওয়ার ও কর্মসংস্থান লাভের সুযোগ। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকা জেলা প্রশাসন একই অন্তর্ভুক্তিমূলক চেতনায় বলীয়ান হয়ে নিরন্তর কাজ করে চলেছে।

তিনি আরও বলেন, ঢাকা জেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ও অস্বচ্ছল জাতীয় ব্যক্তিত্বকে অর্পিত ও খাস সম্পত্তি দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তারই পথচলায় আজ আমরা তৃতীয় লিঙ্গের সামাজিক সংগঠন স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনকে ডেমরা এলাকায় ১৫ শতাংশ অর্পিত সম্পত্তি দিলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (অর্পিত সম্পত্তি শাখা) সাখাওয়াত জামিল সৈকতসহ স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হিজড়াদের সংগঠনকে অর্পিত সম্পত্তি দিলো ঢাকা জেলা প্রশাসন

আপডেট টাইম : ১০:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

হিজড়াদের সংগঠন ‘স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন’-কে ডেমরা রাজস্ব সার্কেলের শূন্যা মৌজায় ১৫ শতক অর্পিত সম্পত্তি ইজারা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শর্মিতা ফারহিন ও সাধারণ সম্পাদক হিমেলের হাতে এই অর্পিত সম্পত্তির বরাদ্দপত্র তুলে দেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক মডেলের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের সব স্তর, শ্রেণি, পেশা ও লিঙ্গের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। তারই ধারাবাহিকতায় হিজড়া জনগোষ্ঠীদের প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয় ২০১৩ সালের ১১ নভেম্বর। একে একে উন্মোচিত হতে থাকে তাদের ভোটাধিকারপ্রাপ্তি, জনপ্রতিনিধি হওয়ার ও কর্মসংস্থান লাভের সুযোগ। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকা জেলা প্রশাসন একই অন্তর্ভুক্তিমূলক চেতনায় বলীয়ান হয়ে নিরন্তর কাজ করে চলেছে।

তিনি আরও বলেন, ঢাকা জেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ও অস্বচ্ছল জাতীয় ব্যক্তিত্বকে অর্পিত ও খাস সম্পত্তি দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তারই পথচলায় আজ আমরা তৃতীয় লিঙ্গের সামাজিক সংগঠন স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনকে ডেমরা এলাকায় ১৫ শতাংশ অর্পিত সম্পত্তি দিলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (অর্পিত সম্পত্তি শাখা) সাখাওয়াত জামিল সৈকতসহ স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্যরা।