মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে যাত্রীবাহী বাসে পাচারকালে সরকারি ২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের খান বাড়ি মোড় নামক স্থানে এ চাল জনতা আটক করে। পরে চালগুলো উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্মায় রেখে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় রাতেই তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। কমিটির প্রধান হলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনুর রহমান। সদস্য সচিব উপজেলা একাডেমী সুপারভাইজার জোসনা বেগম ও সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান। এক কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-ব,০০৫৫ নম্বরে বৈশাখী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দীর্ঘ দুই বছর ধরে ফতেপুর টু চট্টগ্রামে যাত্রী নিয়ে যাতায়াত করে। রবিবার (৯ জুলাই) বিকেলে হাসনপুর বাজারের পাশের মসজিদ থেকে সরকারি সিলমোহর যুক্ত ৩০ কেজি ওজনের ২০ বস্তা চাল বাসে তোলা হয়। পরে ফতেপুর খান বাড়ি মোড়ে বাসটি আটক করে সাধারণ জনতা। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ হোসেন সানোয়ার চালের বস্তাগুলো তার জিম্মায় নেয়।
স্থানীয় বাসিন্দা, মোত্তুজা খান পাখি ও গোলাম কিবরিয়া খানসহ অনেকেই বলেন, বৈশাখী পরিবহন নামের বাসে সরকারি চাল পাচার হচ্ছিল। লোকজন তা জানতে পেরে বাসটি আটক করে। চাল পাচারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।
এ ব্যাপারে বৈশাখী পরিবহনের হাসনপুর বাজারের কাউন্টার মাস্টার কাঞ্চন মিয়া বলেন, বিরাশি গ্রামের সবুজ মিয়ার ছেলে সৈকত চালের বস্তাগুলো গাড়িতে তুলে দেয়। চট্টগ্রামের ওয়াসিম নামের এক ব্যবসায়ীর কাছে দিতে বলে।
এ ব্যাপারে ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান,‘শুনেছি যাত্রীবাহী বাস থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ হোসেন সারোয়ার বলেন, যাত্রীবাহী বাস থেকে ৩০ কেজি ওজনের ২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। চালের বস্তাগুলো সরকারি খাদ্য গুদামের। বিষয়টি উপজেলা ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া বলেন, যাত্রীবাহী বাস থেকে সরকারি চাল জব্দের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।