প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। এ দেশের কোনো সম্পদ কারও কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম।
তিনি বলেন, বিএনপি ২০০১ সালে বিদেশিদের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। এখন যদি বলি সেন্টমার্টিন দ্বীপ কারও কাছে লিজ দেব, তাহলে ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই সেটা আমি জানি। কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না।
সাম্প্রতিক সুইজারল্যান্ড সফর নিয়ে বুধবার (২১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। মিয়ানমার থেকে ১১ লাখ রোহিঙ্গা এলো, এরপরেও আমরা মিয়ানমারের সঙ্গে ঝগড়া করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে। রোহিঙ্গাদের যেন ফেরত নেয় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আন্তর্জাতিক পর্যায়ে অনুরোধ করছি। ঝগড়া বা যুদ্ধ করতে চাইনি। কারণ আমরা জাতির পিতার পররাষ্ট্রনীতিতে চলছি, সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়।
তিনি বলেন, আমাদের সংবিধানে বলা আছে যে একজন নির্বাচিত সরকারপ্রধান আরেকজন নির্বাচিত সরকারপ্রধান দ্বারাই প্রতিস্থাপিত হবে। এটা যেমন উচ্চ আদালতের রায়ে আছে তেমনি আমাদের সংবিধানেও আছে।
বিরোধী দলগুলো এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অথচ একসময় খালেদা জিয়ার উক্তি ছিল, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তারা এখন নিজেরাই এ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। এ পদ্ধতি তারাই নষ্ট করেছিল এবং তারা এটা বাদ দিয়েছিল। তারাই রাখেনি, এখন তারাই ফেরত চাচ্ছে।
সরকারপ্রধান বলেন, জাতীয় নির্বাচনের যখন সময়, তখন হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন যখন হওয়ার কথা তখনই হবে।