মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন পৌর শহরের মদন বাজারে পাওনা টাকা তাগিদ দেওয়ায় সুমন চন্দ্র দে-এর দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শহরের প্রধান রাস্তায় মঙ্গলবার (২০ জুন) সকালে মানববন্ধন পালন করেন বণিক সমিতি ও স্থানীয় সচেতন মহল।
মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত ২ টার (আনুমানিক) দিকে কুলিয়াটি (পশ্চিমপাড়া) গ্রামের আল-আমিনের ছেলে আপন (১৮) সুমন চন্দ্র দে- এর মুদি দোকানে আগুন লাগিয়ে দেয়। তারা আরো বলেন, আল-আমিন ও তার ছেলের কাছে পাওনা টাকা তাগিদ দেওয়ার কারণেই এই ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাখালীন সময়ে সভাপতিত্ব করেন, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ। এ সময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি বাবু সুরজিৎ চৌধুরী, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। পৌর কাউন্সিলর প্রার্থনাথ বৈশ্য সজল, ঝলমল দাস, মোঃ মকুল মিয়া, বণিক সমিতির সদস্য সংগ্রাম রায় ও সুবোধ পাল।
মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি ইউএনও অফিসে জমা দেওয়া হয়। স্মারকলিপিতে প্রায় ৭,০৩,৫০০ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবী করা হয়।
ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান জানান, আল-আমিনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। তার ছেলে আপন আগুনে পুড়ে মেডিকেলে ভর্তি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে, আপন পুলিশের নজরদারিতে রয়েছে।
পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ জানান, সুমন দে- এর ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে ও মদন বাজারে ব্যাসায়িদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।