চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশের অতিরিক্ত ২৫ হাজার হজ্বযাত্রী

চলতি বছর বাংলাদেশি হজ্বযাত্রীর সংখ্যা আরও ২৫ হাজার বৃদ্ধি সংক্রান্ত একটি আবেদন সম্প্রতি সৌদি আরবের মজলিসে শূরায় পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ফাইল দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের দরবারে অপেক্ষামান রয়েছে।

সৌদি আরবের সঙ্গে সম্পাদিত হজ্ব চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮জন হজ্বে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে হজ্বে যেতে আগ্রহীর সংখ্যা নিধারিত কোটার চেয়েও প্রায় ৩০ হাজার বেশি। যে কারণে অতিরিক্ত হজ্বযাত্রীরা অনলাইনে নিবন্ধনের সুযোগ পাননি। এ নিয়ে এজেন্সি মালিক ও হজ্বযাত্রীদের মধ্যে বেশ সঙ্কট সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত আরও ২৫ হাজার হজ্বযাত্রী বাড়ানোর জন্য গত ২ মার্চ সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন ২/১ দিনের মধ্যে সৌদিতে যাবেন। তিনি কোটা বৃদ্ধির আবেদন সহ হজ্ব সংক্রান্ত বিষয় নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর