মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় নেত্রকোণা জেলা তথ্য অফিসের আয়োজনে এপ্রিল-জুন ২০২৩ প্রান্তিকে ইপিআই কার্যক্রমে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মাশালায় সভাপতিত্ব করেন, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন। সঞ্চালনায় ছিলেন, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ ইনচান উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার নারায়ন সরকার, ইউসেপ কর্মকর্তা মোঃ আমান উল্লাহ্ ও ডা. নয়ন চন্দ্র ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের মোঃ নজরুল ইসলাম, মোঃ আরিফুর রহমান, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী প্রমুখ।