ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ হাওর উপজেলা ইটনায় ধনু নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
বুধবার সকাল থেকে ধনু নদীর ধনপুর ইউনিয়ন অংশে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস।
তিনি জানান মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান স্যারের নির্দেশে এ অভিযানে অবৈধ ৫২টি রিং জাল, ১০০০ মিটার করেন্ট জাল, ২ টি ভীম জালের কাছি জব্দ করা হয়।
এসময় নদীতে অবৈধ ২টি কাঠা বাঁশ (মাছ ধরার ঝাঁক) উচ্ছেদ করা হয়। পরে জব্দকৃত জাল সদরের জেটি ঘাটে ধনু নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা থানার এসআই মোঃ খলিলুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অখিল চন্দ্র দাস, স্থানীয় এলাকাবাসী।