ইটনা(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ ইটনায় জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় “দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য ও দমন নয় প্রতিরোধই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা হয়।
এতে দুটি সততা দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজের প্রভাষক জসিম উদ্দিন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন, একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম। প্রতিযোগিতায় মহেশ চন্দ্র মডেল সরকারী শিক্ষা নিকেতনের সততা সদস্য দল চ্যাম্পিয়ন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা সদস্য দল রানার্স আপ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান। এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের জেলা সহকারী পরিচালক পিয়াস পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, কমিটির সদস্য হাজী মেহের উদ্দিন, মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন প্রমুখ।