গোলসান আরা বেগমঃ
কতো মায়ের বুক খালি হলো
নব বধূর নাকের নোলক গেলো ঝরে
গোলাপি কোথায় যে হারিয়ে গেলো
এলো না আর ঘরে ফিরে।
পদ্মা মেঘনায় রক্ত বন্যা হলো
শকূনের পেটে হলো মানুষের ঠাঁই
পাখী নয় তবু পাখীর মত মরে
শহিদ হলো ত্রিশ লক্ষ বোন ভাই।
মাঠ ঘাট। নদীর মাঝির পাল বিবর্ণ হলো
লাশের পর লাশ ঘুমালো গণ কবরে
এতো রক্তক্ষয়, নরপিশাচের উন্মাদনা
ধর্ষণ নির্যাতন। করলো জবাই যারে তারে।
পারেনি স্বাধীনতা চাই শব্দটি মুচে দিতে
ছয় দফার দূর্বার গতি, বঙ্গবন্ধুর হুঙ্কার
প্রতিরোধ বলয় তৈরী করে বাঙালি
দা বল্লম লাঠি হাতে যা কিছু ছিলো তার।
নয় মাস পাকিস্তানিদের সাথে লড়ে
বাঙালি করলো দেশের মাটি উদ্ধার
লাল সবুজের পতাকা মাথায় বেঁধে
গাই গান।রক্তে কেনা দেশ আমার।
বঙ্গবন্ধু জন্মেছিলো বলে স্বাধীনতা এলো
লাল সবুজের বুকে লিখা হলো বাংলাদেশ
স্বপ্নে আঁকা দুরন্ত কিশোর বললো হেসে
বনের পাখিরা বললো আমরা আছি বেশ।