ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় ৭ মার্চের ভাষণের আদলে নির্মিত হয়েছে বঙ্গবন্ধুর সর্বোচ্চ ভাস্কর্য। দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটির নির্মাণ শিল্পী এমএ মাসুদ। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে স্থাপন করা এ ভাস্কর্যটির উদ্যোক্তা প্রয়াত সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির।
শিল্পী এমএ মাসুদ বলেন, প্রায় ৬ তলা ভবনের সমান ৫৩ ফুট উঁচু বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মিত হয়েছে সাদা সিমেন্ট ও মোজাইক পাথর দিয়ে। এর প্রস্থ ১৫ ফুট। ভাস্কর্যটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আদলে তৈরি করা হয়েছে। বাংলাদেশে এটিই বঙ্গবন্ধুর সর্বোচ্চ ভাস্কর্য। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। এর নির্মাণকাজ শেষ করতে সময় লেগেছে ৭ মাস। ভাস্কর্যটি দেখতে দূর-দূরান্ত থেকে বঙ্গবন্ধু ভক্তরা আসছেন।
এদিকে গৌরীপুরে নির্মিত ৭ মার্চের ভাষণের আদলে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু চত্বরে নির্মিত বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ভাস্কর্য সংরক্ষণের জন্য স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা মঞ্চ’ জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি পেশ করেছে।