গোলসান আরা বেগমঃ
কেউ উপেক্ষা করুক
তুচ্ছ, তাচ্ছিল্য, দিক অপবাদ
কালিমা লেপে দিক কলঙ্কের
তোরাই কেয়ার করি।
সোজা সরল রেখায় হাঁটার চেষ্টা করি
লবণ ছিটিয়ে দেই ঐ শকুনের চোখে
নিজেকে ফুলদানিতে সাজাই
আমি কি কাক পক্ষিকে ডরাই।।
লম্বা হাই তুলে মশা মাছি তাড়াই
একলা চলায় আমিই আমি
মনের আয়নায় নিজেকে দেখি
টিকে থাকার, লড়াই করার
নেই প্রস্তুতি।
নখ কেটে ছেটে ছুরি বানাই
কুমফু কেরাত প্রশিক্ষণ নেই
বাঘ ভাল্লুককে ন ডরাই
হাতে পায়ে সঞ্চয় করি শক্তি।