ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২৪ মার্চ প্রথম রোজা ধরে সেহরি-ইফতারের সময় প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৫ বার

আগামী ২৪ মার্চ প্রথম রোজা ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে রোজার প্রথম দিন নির্ধারণ হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি ২২ মার্চ প্রথম রোজা অনুষ্ঠিত হয় তবে ২৩ মার্চ হবে বাংলাদেশ ও এরপাশের দেশগুলোতে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর রমজানের তারিখ নির্ধারণ করে থাকে হিজরি মাস ও চাঁদ দেখার সময়ের ওপর। চট্টগ্রাম জেলার সাহরির সময় ৬ মিনিট কমবে এবং ইফতারের সময় ৫ মিনিট কমবে।

ইসলামিক ফাউন্ডেশন শুধু ঢাকা ও এর আশেপাশের জেলার জন্য প্রযোজ্য। সাধারণত ঢাকার সময়ের সঙ্গে সাহরির সময় মিলে বা সাহরি করা যায় এমন জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, লক্ষীপুর ও কক্সবাজার। এ ছাড়া একই সময় ইফতার করা যায় এমন জেলাগুলো হলো গাজীপুর, নেত্রকোনা ও বাগেরহাট জেলা।

ঢাকার সময়ের সঙ্গে বাড়াতে হবে এমন জেলার সাহরি ও ইফতারির সময়সূচি

ঢাকা থেকে সেহরিতে ১ মিনিট বাড়াতে হবে এমন জেলা হলো মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড় ও নীলফামারী জেলার। আর ইফতারে ১ মিনিট করে বাড়াতে হবে জেলা গুলো হলো মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও ময়মনসিংহ।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ সিরাজগঞ্জ

ঢাকার সময়ের সঙ্গে সেহরিতে ২ মিনিট করে বাড়াতে হবে এমন জেলার তালিকায় রয়েছে ভোলা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মদারীপুর ও বরিশাল। আর ইফতারে ২ মিনিট বাড়াতে হবে এমন জেলা হলো টাঙ্গাইল ও নড়াইল।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ রংপুর

ঢাকার সময়ের সঙ্গে সেহরিতে ৩ মিনিট করে বাড়াতে হয় নওগাঁ ও ঝালকাঠি জেলার এবং ইফতারে একই সময় বাড়াতে হয় এমন জেলা হলো শেরপুর, জামালপুর, যশোর, মাগুরা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জ।

ইফতারের সময়সূচি ২০২৩ চট্টগ্রাম

এদিকে, নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালী ও গোপালগঞ্জ জেলার অধিবাসীদের ইফতার করতে হবে ঢাকার ইফতারের সময়ের সঙ্গে ৪ মিনিট যোগ করে এবং ইফতারে একই সময় যোগ করে ইফতারের সময় নির্ধারণ করতে হবে এমন জেলা হলো রাজবাড়ী ও ঝিনাইদহ।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ বরিশাল

ঢাকার সময়ের সঙ্গে সেহরিতে ৫ মিনিট যোগ করে যেসকল জেলা হলো কুষ্টিয়া, রাজশাহী, পিরোজপুর, বরগুনা, নড়াইল, বাগেরহাট ও ঝিনাইদহ। এছাড়া, ৫ মিনিট বাড়িতে ইফতারের সময় নির্ধারন করতে হবে এমন জেলা হলো কুষ্টিয়া, পাবনা, গাইবান্ধা, বগুড়া ও চুয়াডাঙ্গা।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ বগুড়া

ঢাকার সময়ের সঙ্গে সেহরীতে ৬ মিনিট বাড়িয়ে সেহরির শেষ সময় নির্ধারণ করতে হয় এমন জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ, যশোর, চুড়াডাঙ্গা ও খুলনা। অপরদিকে, ইফতারে ৬ মিনিট যোগ করতে হয় এমন জেলার তালিকায় রয়েছে নাটোর ও কুড়িগ্রাম।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ খুলনা

মেহেরপুর জেলার সাহরির শেষ সময় নির্ধারণ করতে ঢাকার সময়ের সঙ্গে যোগ করতে হবে ৭ মিনিট এবং একই সময় যোগ করে ইফতারের সময় নির্ধারণ করা যাবে মেহেরপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর ও লালমনিরহাট জেলার।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ সিলেট

ঢাকার সময়ের সঙ্গে ৯ মিনিট যোগ করে ইফতারের সময় নির্ধারণ করা হয়ে এমন জেলার তালিকায় রয়েছে নীলফামারী, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ।

ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ সময় ১১ মিনিট যোগ করে ইফতারের সময় নির্ধারণ করা হয়ে এমন জেলার তালিকায় রয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁও।

ঢাকার সময় থেকে কমিয়ে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করতে হবে এমন জেলার নাম

ঢাকার সময় থেকে ১ মিনিট কমিয়ে সেহরীর সময় নির্ধারণ করতে হবে এমন জেলা হলো: গাজীপুর, জামালপুর, রংপুর, গাইবান্ধা ও নোয়খালী। একই সময় কমিয়ে ইফতারের সময় নির্ধারণ করতে হবে এমন জেলা হলো শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, ঝালকাঠি ও নারায়ণগঞ্জ।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ ঢাকা

ঢাকার নির্ধারিত সময় হতে ২ মিনিট কমিয়ে সেহরির শেষ সময় নির্ধারণ করতে হবে এমন জেলার তালিকায় রয়েছে শেরপুর, কুমিল্লা, ফেনী, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম ও নরসিংদী। এছাড়া, বরিশাল, পটুয়াখালী, নরসিংদী ও বরগুনার ইফতারের সময় নির্ধারণ করতে হবে ঢাকার সময় হতে ২ মিনিট কমিয়ে।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ নোয়াখালী

সেহরির শেষ সময় নির্ধারণ করতে হবে ঢাকার সময় হতে ৩ মিনিটি কমিয়ে, এমন জেলার তালিকায় রয়েছে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা। অন্যদিকে, ইফতারের সময় নির্ধারণে ঢাকার সময় থেকে ৩ মিনিটি কমাতে হতে এমন জেলার তালিকায় রয়েছে বি বাড়িয়া, চাঁদপুর ও ভোলা জেলা।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ কুমিল্লা

অপরদিকে, ঢাকার সময় হতে ৪ মিনিটি কমিয়ে সাহরির সময় নির্ধারণ করতে হবে বি বাড়িয়া, নেত্রকোনা, রাঙ্গামাটি ও বান্দরবন জেলার। এছাড়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষিপুর জেলার ইফতারের সময় নির্ধারণ করতে হবে ঢাকা জেলার ইফতারের সময় হতে ৪ মিনিট কমিয়ে।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ ঝিনাইদহ

৫ মিনিট কমিয়ে সেহরির সময় নির্ধারণ করতে হবে শুধু খাগড়াছড়ি জেলার যেখানে ৫ মিনিট কমিয়ে ইফতারের সময় নিধারন করা হবে নোয়াখালী, সিলেট ও মৌলভীবাজার জেলার।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ রাজশাহী

ঢাকার সময় থেকে ৬ মিনিট কমিয়ে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করতে হবে যথাক্রমে হবিগঞ্জ ও ফেনী জেলার।

ঢাকার সময় হতে ৭ মিনিট কমিয়ে সেহরীর সময়সূচি নির্ধারণ করতে হবে শুধু সুনামগঞ্জ জেলার।

ঢাকার সময় হতে ৮ মিনিট কমিয়ে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করতে হবে যথাক্রমে মৌলভীবাজার ও খাগড়াছড়ি জেলার এবং একইভাবে ঢাকার সময় হতে ৯ মিনিট কমিয়ে সেহরী ও ইফতারের সময় নির্ধারণ করতে হবে যথাক্রমে সিলেট ও চট্টগ্রাম জেলার। তবে, ঢাকার সময় থেকে ১০ মিনিট কমিয়ে ইফতারের সময় নির্ধারণ করতে হবে বান্দরবন, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার।

আরবি বছরের মাসগুলো সাধারণত ২৯ কিংবা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসেবে পবিত্র রমজান মাস যদি ৩০ দিনের হয় তবে হিজরি সনের ১ তারিখ বা পবিত্র ঈদুল ফিতর বা রোজার ইদ হবে ৩ মে অন্যথায় তা একদিন আগে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

২৪ মার্চ প্রথম রোজা ধরে সেহরি-ইফতারের সময় প্রকাশ

আপডেট টাইম : ০১:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

আগামী ২৪ মার্চ প্রথম রোজা ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে রোজার প্রথম দিন নির্ধারণ হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি ২২ মার্চ প্রথম রোজা অনুষ্ঠিত হয় তবে ২৩ মার্চ হবে বাংলাদেশ ও এরপাশের দেশগুলোতে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর রমজানের তারিখ নির্ধারণ করে থাকে হিজরি মাস ও চাঁদ দেখার সময়ের ওপর। চট্টগ্রাম জেলার সাহরির সময় ৬ মিনিট কমবে এবং ইফতারের সময় ৫ মিনিট কমবে।

ইসলামিক ফাউন্ডেশন শুধু ঢাকা ও এর আশেপাশের জেলার জন্য প্রযোজ্য। সাধারণত ঢাকার সময়ের সঙ্গে সাহরির সময় মিলে বা সাহরি করা যায় এমন জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, লক্ষীপুর ও কক্সবাজার। এ ছাড়া একই সময় ইফতার করা যায় এমন জেলাগুলো হলো গাজীপুর, নেত্রকোনা ও বাগেরহাট জেলা।

ঢাকার সময়ের সঙ্গে বাড়াতে হবে এমন জেলার সাহরি ও ইফতারির সময়সূচি

ঢাকা থেকে সেহরিতে ১ মিনিট বাড়াতে হবে এমন জেলা হলো মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড় ও নীলফামারী জেলার। আর ইফতারে ১ মিনিট করে বাড়াতে হবে জেলা গুলো হলো মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও ময়মনসিংহ।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ সিরাজগঞ্জ

ঢাকার সময়ের সঙ্গে সেহরিতে ২ মিনিট করে বাড়াতে হবে এমন জেলার তালিকায় রয়েছে ভোলা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মদারীপুর ও বরিশাল। আর ইফতারে ২ মিনিট বাড়াতে হবে এমন জেলা হলো টাঙ্গাইল ও নড়াইল।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ রংপুর

ঢাকার সময়ের সঙ্গে সেহরিতে ৩ মিনিট করে বাড়াতে হয় নওগাঁ ও ঝালকাঠি জেলার এবং ইফতারে একই সময় বাড়াতে হয় এমন জেলা হলো শেরপুর, জামালপুর, যশোর, মাগুরা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জ।

ইফতারের সময়সূচি ২০২৩ চট্টগ্রাম

এদিকে, নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালী ও গোপালগঞ্জ জেলার অধিবাসীদের ইফতার করতে হবে ঢাকার ইফতারের সময়ের সঙ্গে ৪ মিনিট যোগ করে এবং ইফতারে একই সময় যোগ করে ইফতারের সময় নির্ধারণ করতে হবে এমন জেলা হলো রাজবাড়ী ও ঝিনাইদহ।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ বরিশাল

ঢাকার সময়ের সঙ্গে সেহরিতে ৫ মিনিট যোগ করে যেসকল জেলা হলো কুষ্টিয়া, রাজশাহী, পিরোজপুর, বরগুনা, নড়াইল, বাগেরহাট ও ঝিনাইদহ। এছাড়া, ৫ মিনিট বাড়িতে ইফতারের সময় নির্ধারন করতে হবে এমন জেলা হলো কুষ্টিয়া, পাবনা, গাইবান্ধা, বগুড়া ও চুয়াডাঙ্গা।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ বগুড়া

ঢাকার সময়ের সঙ্গে সেহরীতে ৬ মিনিট বাড়িয়ে সেহরির শেষ সময় নির্ধারণ করতে হয় এমন জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ, যশোর, চুড়াডাঙ্গা ও খুলনা। অপরদিকে, ইফতারে ৬ মিনিট যোগ করতে হয় এমন জেলার তালিকায় রয়েছে নাটোর ও কুড়িগ্রাম।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ খুলনা

মেহেরপুর জেলার সাহরির শেষ সময় নির্ধারণ করতে ঢাকার সময়ের সঙ্গে যোগ করতে হবে ৭ মিনিট এবং একই সময় যোগ করে ইফতারের সময় নির্ধারণ করা যাবে মেহেরপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর ও লালমনিরহাট জেলার।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ সিলেট

ঢাকার সময়ের সঙ্গে ৯ মিনিট যোগ করে ইফতারের সময় নির্ধারণ করা হয়ে এমন জেলার তালিকায় রয়েছে নীলফামারী, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ।

ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ সময় ১১ মিনিট যোগ করে ইফতারের সময় নির্ধারণ করা হয়ে এমন জেলার তালিকায় রয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁও।

ঢাকার সময় থেকে কমিয়ে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করতে হবে এমন জেলার নাম

ঢাকার সময় থেকে ১ মিনিট কমিয়ে সেহরীর সময় নির্ধারণ করতে হবে এমন জেলা হলো: গাজীপুর, জামালপুর, রংপুর, গাইবান্ধা ও নোয়খালী। একই সময় কমিয়ে ইফতারের সময় নির্ধারণ করতে হবে এমন জেলা হলো শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, ঝালকাঠি ও নারায়ণগঞ্জ।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ ঢাকা

ঢাকার নির্ধারিত সময় হতে ২ মিনিট কমিয়ে সেহরির শেষ সময় নির্ধারণ করতে হবে এমন জেলার তালিকায় রয়েছে শেরপুর, কুমিল্লা, ফেনী, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম ও নরসিংদী। এছাড়া, বরিশাল, পটুয়াখালী, নরসিংদী ও বরগুনার ইফতারের সময় নির্ধারণ করতে হবে ঢাকার সময় হতে ২ মিনিট কমিয়ে।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ নোয়াখালী

সেহরির শেষ সময় নির্ধারণ করতে হবে ঢাকার সময় হতে ৩ মিনিটি কমিয়ে, এমন জেলার তালিকায় রয়েছে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা। অন্যদিকে, ইফতারের সময় নির্ধারণে ঢাকার সময় থেকে ৩ মিনিটি কমাতে হতে এমন জেলার তালিকায় রয়েছে বি বাড়িয়া, চাঁদপুর ও ভোলা জেলা।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ কুমিল্লা

অপরদিকে, ঢাকার সময় হতে ৪ মিনিটি কমিয়ে সাহরির সময় নির্ধারণ করতে হবে বি বাড়িয়া, নেত্রকোনা, রাঙ্গামাটি ও বান্দরবন জেলার। এছাড়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষিপুর জেলার ইফতারের সময় নির্ধারণ করতে হবে ঢাকা জেলার ইফতারের সময় হতে ৪ মিনিট কমিয়ে।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ ঝিনাইদহ

৫ মিনিট কমিয়ে সেহরির সময় নির্ধারণ করতে হবে শুধু খাগড়াছড়ি জেলার যেখানে ৫ মিনিট কমিয়ে ইফতারের সময় নিধারন করা হবে নোয়াখালী, সিলেট ও মৌলভীবাজার জেলার।

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ রাজশাহী

ঢাকার সময় থেকে ৬ মিনিট কমিয়ে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করতে হবে যথাক্রমে হবিগঞ্জ ও ফেনী জেলার।

ঢাকার সময় হতে ৭ মিনিট কমিয়ে সেহরীর সময়সূচি নির্ধারণ করতে হবে শুধু সুনামগঞ্জ জেলার।

ঢাকার সময় হতে ৮ মিনিট কমিয়ে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করতে হবে যথাক্রমে মৌলভীবাজার ও খাগড়াছড়ি জেলার এবং একইভাবে ঢাকার সময় হতে ৯ মিনিট কমিয়ে সেহরী ও ইফতারের সময় নির্ধারণ করতে হবে যথাক্রমে সিলেট ও চট্টগ্রাম জেলার। তবে, ঢাকার সময় থেকে ১০ মিনিট কমিয়ে ইফতারের সময় নির্ধারণ করতে হবে বান্দরবন, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার।

আরবি বছরের মাসগুলো সাধারণত ২৯ কিংবা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসেবে পবিত্র রমজান মাস যদি ৩০ দিনের হয় তবে হিজরি সনের ১ তারিখ বা পবিত্র ঈদুল ফিতর বা রোজার ইদ হবে ৩ মে অন্যথায় তা একদিন আগে হবে।