জিম বা তথাকথিত ফিটনেস ট্রেনিং নয়। ভারতীয় ফুটবলাররা নিজেদের ফিটনেস বাড়াতে এবার হাজির বেঙ্গালুরুর সেনা ছাউনিতে। ওমানের বিরুদ্ধে প্রিওয়ার্ল্ড কাপ ম্যাচের আগে কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের তত্ত্বাবধানে অভিনব অনুশীলন সারলেন সুনীল ছেত্রী, রবিন সিংহ, জেজেরা।
দেখে মনে হয় যেন ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি চলছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী নয়, ভারতীয় ফুটবল দলের অনুশীলন চলছে একেবারে সেনাদের প্রস্তুতির ঢঙে।যেখানে ফুটবল নেই, বরং জিম, ইন্ডোর স্টেডিয়াম থেকে বেরিয়ে বেঙ্গালুরুর সেনা ক্যাম্পে অভিনব ফিটনেস অনুশীলন সারলেন সুনীল ছেত্রী, রবিন সিংহরা। ওমানের বিরুদ্ধে প্রিওয়ার্ল্ড কাপ ম্যাচের আগে বেঙ্গালুরুর এএসসি সেন্টারে একেবারে সেনাদের ঢঙেই বারতীয় ফুটবলাররা মাতলেন অনুশীলনে। কোচ স্টিফেন কনস্ট্যানটাইনেরই নাকি মস্তিষ্কপ্রসূত এই অনুশীলন। কোচ কনস্ট্যানটাইনের ধারনা, এইধরনের অনুশীলন করলেন ফুটবলারদের শক্তি অনেক বেড়ে যাবে। পাশাপাশি অন্যধরনের অনুশীলন করলে একঘেয়ে অনুশীলনের থেকে অনেকটাই হাল্কা মেজাজে পাওয়া যাবে ফুটবলারদের।
সূত্র: এবিপি আনন্দ