আ মরি বাংলা ভাষা

গোলসান আরা বেগমঃ

পাকিস্তানের জিন্না বলেছিলো–
উর্দূ হবে বাংলার ভাষা
আমাদের পূর্ব পুরুষেরা বজ্র কন্ঠে বলেছিলো–
না না মানি না মানবো না
বাংলা আমার মা’য়ের ভাষা
বাংলা হবে বাঙালির ভাষা।

কোকিল ঠোটে তুলে গান বলেছিলো
ওরে বাংলা,বাংলার মাটি মানুষ
রফিক,শফিক,জব্বার,বরকতের
অমর অবদান
বুকের রক্ত ঢেলে লিখে দিয়েছিলো
বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে দেবো না।

সাড়ে সাতকোটি জনতা বলেছিলো
দেবো আরো রক্ত,প্রয়োজনে জীবন দেবো
প্রিয় বর্ণমালা,তুমি মাশি পিসির
কন্ঠ নিসৃত – বাংলা ভাষা
এই ভাষাতে রবী ঠাকুরের নভেল জয়
বাংলা মা তোর কিসের ভয়।

টেকনাফ ঘুরে তেঁতুলিয়া
ছাপান্ন হাজার বুকের মাটি বলেছিলো
উত্তর দিক্ষিণ দশ দিগন্তে দেখো
সবার বুক পকেটে লিখা
চিঠির ভাষা,ঠোঁটের ভাষা
বাঙালির ভাষা,বাংলা ভাষা।

বাংলা ভাষার আঁচল ছোঁয়ে
জন্ম হলো অমর একুশে ফ্রেরুয়ারী
আমার ভাইয়ের রক্তে ধুয়ে
আমি কি তোরে ভুলিতে পারি
আ মরি বাংলা ভাষা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর