ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ৫ দশমিক ৯৯ পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৭৩তম। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে করা এবারের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। আর তলানিতে আফগানিস্তান।

বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক অবস্থান মূল্যায়ন করতে প্রতিবছর তালিকা প্রকাশ করে লন্ডনভিত্তিক সংস্থা দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট- ইআইইউ। যেখানে নির্বাচনি প্রক্রিয়া, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা এই ৫ বিষয়ের আলোকে দেশগুলোকে তালিকাভুক্ত করা হয়।

সেই ধারাবাহিতায় এবারও ডেমোক্রেসি ইনডেক্স ২০২২ শিরোনামে ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে ৫ দশমিক ৯৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭৩তম। ২০২১ সালে যা ছিল ৭৫তম। আর ২০২০ সালে বাংলাদেশ ছিল ৭৬তম স্থানে। এর মাধ্যমে এটাই প্রমাণিত যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এবারের তালিকায় ৯ দশমিক ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড।

অন্যদিকে, সবচেয়ে কম সূচকে তালিকার তলানিতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এই তালিকায় ভারত ৬৬তম, আর পাকিস্তান রয়েছে ১০৭তম স্থানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ৫ দশমিক ৯৯ পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৭৩তম। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে করা এবারের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। আর তলানিতে আফগানিস্তান।

বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক অবস্থান মূল্যায়ন করতে প্রতিবছর তালিকা প্রকাশ করে লন্ডনভিত্তিক সংস্থা দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট- ইআইইউ। যেখানে নির্বাচনি প্রক্রিয়া, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা এই ৫ বিষয়ের আলোকে দেশগুলোকে তালিকাভুক্ত করা হয়।

সেই ধারাবাহিতায় এবারও ডেমোক্রেসি ইনডেক্স ২০২২ শিরোনামে ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। যেখানে ৫ দশমিক ৯৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭৩তম। ২০২১ সালে যা ছিল ৭৫তম। আর ২০২০ সালে বাংলাদেশ ছিল ৭৬তম স্থানে। এর মাধ্যমে এটাই প্রমাণিত যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এবারের তালিকায় ৯ দশমিক ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড।

অন্যদিকে, সবচেয়ে কম সূচকে তালিকার তলানিতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এই তালিকায় ভারত ৬৬তম, আর পাকিস্তান রয়েছে ১০৭তম স্থানে।