দেখতে যদি চাও

ড. গোলসান আরা বেগমঃ

আমার শ্যামল গাঁও একটু দেখে যাও
সোনা রোদের হাসি
পাখির কল গুঞ্জন সবুজ বাগিচার বন
হৃদয় দিয়ে ভালোবাসি।

এখানে সন্ধ্যা হয় মৃদু বাতাস বয়
আকাশে আবির ঢেলে
বনবনানি ঘুমায় সূর্য যখন হারায়
ঘন আঁধার তলে।

তারার বাগান ফুটে উল্কা পিন্ড ছুটে
যেন ফুল তুলা রুমাল
অপরুপ রুপে আঁকা চাঁদ হাসে বাঁকা
মেঘ করে আড়াল।

কত রুপ করে খেলা সন্ধ্যা দুপুর বেলা
দেখতে যদি চাও
মাঠে দোলে দোল হলুদ সরিষা ফুল
একবার দেখে যাও।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর