ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির আওতায় Equitable and Sustainable WASH Services in Bangladesh Delta plan Hot-spot ২০২২-২০২৬ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।
বুধবার সকালে উপজেলা ব্র্যাকের কনফারেন্স রুমে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান। তিনি তার বক্তব্যে ব্র্যাকের সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে ব্র্যাকের যে কোন সমস্যায় উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতি হিসাবে বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর সহ ইটনা উপজেলার সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই কর্মসূচীর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, বিস্তারিত আলোচনা করেন ইটনা আইডিপি ম্যানেজার আব্দুস সালাম। অনুষ্ঠানে অবহিত করেন ডিপুটি ম্যানেজার মোঃ শহিদুল্লাহ।