প্রশ্নবিদ্ধ তিন সিটি নির্বাচনে অনিয়মের ঘটনায়, প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইতোমধ্যে সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের বাধা প্রদান বিভিন্ন কেন্দ্রে প্রায় অর্ধশত সাংবাদিককে নাজেহাল করার ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন।
ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনিছুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটি শুনানি গ্রহণ করবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও সাংবাদিকদের বক্তব্য নেবে কমিটি।
ইসির উপ-সচিব আবদুল অদুদ শীর্ষ নিউজকে জানান, আগামী ১৭ মে সকাল ১১ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২২ প্রিজাইডিং কর্মকর্তা ও ২১ সাংবাদিকের বক্তব্য নেওয়া হবে।
উল্লেখ, তিন সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের কাজে বাধা প্রদান ও বিভিন্ন অনিয়মের ঘটনায় গত ৬ মে একটি তদন্ত কমিটি গঠন করে ইসি।