হাওর বার্তা ডেস্কঃ আর মাত্র ছয় দিন, এরপরেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া বিশ্বকাপ ক্রীড়াপ্রেমীদের কাছে এখন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবেই অভিহিত। নানান সময়ে বিচিত্র ঘটনা-ইতিহাসের সাক্ষী ফুটবল বিশ্বকাপ।
ফুটবলপ্রেমীদের এসব বিচিত্র ঘটনা-ইতিহাস নিয়েও রয়েছে কৌতূহল। ক্রীড়াপ্রেমীদের কথা বিবেচনায় বিশ্বকাপে নানান সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে থাকছে ‘সংখ্যায় সংখ্যায় ফুটবল বিশ্বকাপ’। আজকে থাকছে দ্বিতীয় পর্ব।
১৭- টানা ১৭ ম্যাচে কোনো জয় পায়নি বুলগেরিয়া। ১৯৬২ থেকে ১৯৯৪ পর্যন্ত কোনো জয় পায়নি তারা।
– বিশ্বকাপে ১৮ ম্যাচে অন্তত একটি করে গোল করেছে কলম্বিয়া।
১৯- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বাদে বাকি ১৯ স্বাগতিক দেশ সেকেন্ড রাউন্ডে খেলেছে।
২০- বিশ্বকাপজয়ী দলগুলোর উরুগুয়ের জয় (২০) সবচেয়ে কম।
– ব্রাজিল একক দল হিসেবে ২১টি বিশ্বকাপে খেলেছে।
২২- বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে যুক্তরাষ্ট্রের টনি মিওলা (২২) নেতৃত্ব দিয়েছেন (১৯৯০, প্রতিপক্ষ চেকোস্লোভাকিয়া)
২৩- ফাইনাল বাদে এক টুর্নামেন্টে সব চেয়ে বেশি গোলের রেকর্ড ফ্রান্সের (১৯৫৮)।
২৪- বিশ্বকাপে শেষ ৪-এ ওঠা দলের সংখ্যা।
২৫- বিশ্বকাপে সবচেয়ে বেশি হার মেক্সিকোর।
২৬- বিশ্বকাপের ২৬তম আসর হবে ২০৩৮ সালে। যেটি হবে বর্তমান ট্রফিতে শেষ বিশ্বকাপ।
২৭- বিশ্বকাপে ডেনমার্কের গোল সংখ্যা।
২৮- সবচেয়ে বেশি লাল কার্ড (২০০৬ সাল)।
২৯- বিশ্বকাপে স্পেনের জেতা ম্যাচ।
৩১- বিশ্বকাপের বাছাইপর্বে সবচেয়ে বড় ব্যবধানের জয়। আমেরিকান সামোয়াকে ২০০১ সালে ৩১-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।