হাওর বার্তা ডেস্কঃ লংমার্চ চলাকালে হত্যাচেষ্টা করা হতে পারে এমন খবর একদিন আগেই পেয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
শুক্রবার (৪ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইমরান খান বলেন, একদিন আগেই খবর পেয়েছিলাম আমাকে হত্যা করার চেষ্টা হতে পারে। সেটা ওয়াজিরাবাদ ও গুজরাটের মধ্যে কোথাও হতে পারে।
এদিন বক্তব্যের শুরুতেই সরকারের সমালোচনা করে পিটিআই চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারি দল কখনও আমাদের অনাস্থা ভোটের মাধ্যমে হারাতে পারত না। তারা সফল হতে অর্থ খরচ করেছে। পিটিআইয়ের সেই সক্ষমতা ছিল। কিন্তু আমরা সেই পথে যাইনি।
এদিকে ইমরান খানকে হত্যা চেষ্টার প্রতিবাদে রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। তার সমর্থকরা দেশের বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে অবরোধ করছে।