ড. গোলসান আরা বেগমঃ
বসবাস যোগ্য একটা বাড়ি ছিলো নদী পারে
পুকুর ছিলো,ওঠোন ছিলো,সে পুকুরে
মাছ কিলবিল করতো,শাপলা ফুটতো
চাঁদের আলো টলমল জলে গড়িয়ে পড়তো।
আমাদের একটা নড়েবড়ে ঘর ছিলো
সেই ঘরে সুখ দুঃখের হাওয়া ঘুরতো
খাওয়া দাওয়া,পড়াশোনা সব হতো মিলে মিশে
হাড়ি পাতিল,চাল ডাল, হাঁস মুরগি থাকতো পাশে।
দারিদ্রতা ঘোছাতে সুখের পাহাড় খোঁজে
পাড়ি দেই ঢাকায়,আতঃপর বিদেশে
রইলো না আর হাতের ছোঁয়া মাটির গাঁয়ে
ঘর বাড়ি ওঠোন হারালো বাঁশ জঙ্গলে মিশে।
সময় ক্ষণ পেরিয়ে সব ভুলে গেলেও
ভুলি না বাপ দাদার মাটি ভিটে
কিন্তু হায় এখন সে বাড়ি ঘর
ঠাঁই পেলো ভূমি দস্যুর পেটে।
ফিরে পেতে জন্ম ক্ষত স্থায়ী ঠিকানা
স্মৃতি গাঁথা কতো কথা ধরফর করে বেদনায়
প্রিয় বাড়ি ঘর তোরে ভীষণ ভালোবাসি
এই ভালোবাসা রাখবো কোথায়।