ড. গোলসান আরা বেগমঃ
এসো ভাই আমার গাঁয়ে
চল জামের দেশে যাই
টাকা নাই তো কি হয়েছে
জাম তো ফ্রি দিয়ে যাই।
জাম না খেলে খাবে লিচু
ফলের রাজা সেরা বটে
লিচু পেতে মঙ্গল বাড়িয়ায়
কিশোরগজ্ঞে এসো ছুটে।
যত চাও তত দেবো মুঠি ভরে
জাতীয় ফল কাঁঠাল খাবে
পানির দেশে হাওরে এসে
চন্দ্রাবতীর বাড়ী দেখে যাবে।
ছড়া যদি লিখতে চাও চল
যাই মশুয়ায় সুকুমার বাড়ী
মজার কথা ছন্দে ধরা যাবে
ছড়াকার হবে তাড়াতাড়ি।
আম জাম কাঁঠাল না হয়
অন্যদিন খাঁচায় তুলে নেবো
টাকা ছাড়াই বিনা মূল্যে তা
খাবো আর বন্ধুদের দেবো।
ঈশাখাঁ’র দূর্গ দেখতে যাবে কি
এগার সিন্দুর লাল মাটির গাঁয়ে
দেখে আসবে পাগলা মসজিদ
গর্ব অহংকার করি যারে নিয়ে।
বাদ পরবে না দীল্লির আখড়া
জঙ্গলবাড়ির ইতিহাস ঐতিহ্য
নাকশি পিঠা খাওয়াবো দেবো
ময়মনসিংহগীতিকা এক কপি।