দুই দিনের সফর শেষে নিজ দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শনিবার রাত ৯টা ৪০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হন।
ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকায় আসেন মমতা। সফরসঙ্গী হিসাবে ৬ জুন মোদির সঙ্গে আসার কথা ছিল মমতার।কিন্তু ৭ জুন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অনুষ্ঠান থাকায় মমতা এক দিন আগেই শুক্রবার রাতে ঢাকা আসেন।
ঢাকায় আসার পর শনিবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বিকালের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা-শিলং-গোহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস উদ্বোধন করেন। রাতে হোটেল সোনারগাঁওয়ে নৈশভোজ শেষ করেই মমতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হন।
উল্লেখ্য, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে ৪০ জন সফরসঙ্গী নিয়ে তিনদিনের সফরে ঢাকায় এসেছিলেন মমতা।