প্রেমের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। প্রেমে যে পড়েছে সেই বুঝে প্রেম কী জিনিস। মানুষের জীবনে প্রেম কাঙ্ক্ষিত। তবে প্রেমের সঙ্গে বিরহ উৎপ্রোতভাবে জড়িত। এজন্য প্রেমে পড়লে তা টিকিয়ে রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে বিজয়ী হতে মেনে চলুন কয়েকটি নিয়ম:
উত্তম শ্রোতা
প্রেমের ক্ষেত্রে ভালো শ্রোতা হওয়া খুবই আবশ্যক৷ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম সবচেয়ে বেশি প্রযোজ্য৷ যত বেশি কথা শুনবেন, তত বেশি প্রিয়তম হয়ে উঠবেন৷
চোখে-চোখে
চোখে-চোখে কথা বলুন, তাহলে মুখে কিছু বলার প্রয়োজনই পড়বে না৷ এক মনের কথা আরেক মনের গভীরতম স্থানে ঠিক পৌঁছে যাবে৷ আর পছন্দের মানুষটি আপনাকে চোখে হারাবে৷
ভরসা
প্রেমের অতি আবশ্যক নিয়ম৷ ভালোবাসা হামেশাই ভরসা খোঁজে৷ একবার যদি সঙ্গীর ভরসা আদায় করা যায়৷ তাহলে আপনিই হয়ে উঠবেন তার একমাত্র আশ্রয়৷
হাসি
চাঁদের একটুখানি হাসিতেই প্রেমের সব বাঁধ ভেঙে যায়৷ সম্পর্কের আকাশে যতই কালো মেঘ জমুক না কেন, এক হাসিতেই সব সমস্যার সমাধান হয়ে যেতে বাধ্য৷
ছোঁয়া
ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়৷ এর মাধ্যমেই হয় ভালো-মন্দের পরিচয়৷ আর এই পরিচয় আপনি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না৷
তাই, ভালো করে ভালোবাসুন৷ আর নিয়ম করে জীবনকে করে তুলুন প্রেমসুধায় পরিপূর্ণ৷