ইরানের নারীদের সমর্থনে চুল কাটলেন ভারতের নয়ডার অনুপমা

হাওর বার্তা ডেস্কঃ ইরানে ২২ বছর বয়সী তরুণী মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলছেই। বিশ্বের নানা প্রান্তেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ইরানের হিজাববিরোধী বিক্ষোভে নারীদের সমর্থন জানিয়ে নিজের মাথার চুল কেটে ফেলেছেন ভারতের উত্তরপ্রদেশের নয়ডার এক নারী।

অনুপমা ভরদ্বাজ নামে ওই নারী সাফ জানিয়েছেন, ইরানের বিক্ষোভরত নারীদের সমর্থন দিয়েই নিজের চুল কেটে ফেলেছেন।

 

এর আগে ইরানের বিক্ষোভরত নারীদের প্রতি সমর্থন জানিয়ে নিজের চুল নিজেই কেটেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য (এমপি)। ইউরোপীয় পার্লামেন্টের ওই সদস্যের নাম আবির আল-সাহলানি।

ইরাকি বংশোদ্ভূত ওই নারী ইউরোপীয় পার্লামেন্টের সুইডিশ সদস্য। গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেন আবির। দাঁড়িয়ে ভাষণের শেষ দিকে তিনি তাঁর খোঁপা খুলে কাঁচি দিয়ে চুল কাটেন।
সূত্র : ইন্ডিয়া টুডে, এএফপি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর