নর্ডস্ট্রিম-২ পাইপলাইনে ইউরোপে গ্যাস পাঠাতে চায় রাশিয়া

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, নর্ডস্টিম-২ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস পাঠাতে প্রস্তুত রয়েছে মস্কো।

সম্প্রতি নর্ডস্ট্রিম-১ পাইপলাইনে বিস্ফোরণের ফলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিনি সাম্প্রতিক বিস্ফোরণকে নাশকতা বলে মন্তব্য করেন। ওয়েল প্রাইজ ডটকমের।

আলেকজান্ডার নোভাক বলেন, নিঃসন্দেহে গ্যাস পাইপলাইনে অন্তর্ঘাতমূলক ক্ষতিসাধন করা হয়েছে এবং গ্যাস সরবরাহ করার আগে তাতে পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে।

তবে নর্ডস্ট্রিম-২ পাইপলাইন গ্যাস সরবরাহের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

গত ২৬ সেপ্টেম্বর নর্ডস্ট্রিম-১ এবং নর্ডস্ট্রিম-২-তে বিস্ফোরণের পর গ্যাসের চাপ একেবারে কমে যায়। এতে বিপুল পরিমাণে গ্যাস সাগরে মিশে যায়। এ ঘটনাকে পশ্চিমাদের নাশকতা বলে দাবি করে আসছে রাশিয়া।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর