হাওর বার্তা ডেস্কঃ অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরে সোমবার দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছেন ইসরাইলি সেনারা।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। খবর ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার।
হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এ ধরনের অপরাধযজ্ঞের প্রতিশোধ নেওয়া হবে।
সোমবার পশ্চিমতীরের রামাল্লাহ শহরে অবস্থিত জালাজোন শরণার্থী শিবিরের বাইরে ঠাণ্ডা মাথায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেন ইসরাইলি সেনারা।
দখলদার সেনাদের গুলিতে ১৮ বছর বয়সি বাসেল কাসাম ও ২১ বছর বয়সি খালেদ ফাদি আনবার নিহত হন। এ সময় তাদের গাড়িতে থাকা ১৯ বছর বয়সি অপর তরুণ রাফাত হাবাসও আহত হন।
হামাস এক বিবৃতিতে বলেছে, পশ্চিমতীরে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান জোরদার হওয়ার পর প্রচণ্ড আতঙ্কে থাকা দখলদার ইসরাইল এখন বেপরোয়াভাবে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে টার্গেটেড কিলিং মিশন শুরু করেছে।
এ ধরনের অপরাধযজ্ঞ বন্ধ করতে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে সব ফিলিস্তিনি সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।