কয়েক সপ্তাহ ধরে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে চলচ্চিত্র নায়িকা মাহির জীবনে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজের সঙ্গে বিচ্ছেদ, ভিডিও স্ক্যান্ডাল প্রভৃতি বিষয় নিয়ে বেশ ধকল সামলেছেন তিনি। সাংবাদিকদের বার বারই বলেছেন, কাজ দিয়ে তিনি জবাব দিতে চান। হয়েছেও তাই।
‘অগ্নি-২’ সিনেমার আইটেম গানে পাওয়া গেছে নতুন মাহিকে। গানটির শিরোনাম ‘ম্যাজিক মামনি’। গানটি ৪ জুন রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয়। এর পরই শুরু হয় তোলপাড়।
মাহি বৃহস্পতিবার রাতে দ্য রিপোর্টকে জানান, জাজের সঙ্গে নতুন কোনো সিনেমায় কাজ করবেন না। ‘অগ্নি-২’ সিনেমাটি প্রযোজনা করেছেন জাজ ও ভারতের এস কে মুভিজ। এটি তার সন্তানের মতো। মাহি চান সিনেমাটি ভাল ব্যবসা করুক।
‘ম্যাজিক মামনি’ গানটির ব্যাপারে তিনি বলেন, ‘গানটিতে দর্শকরা আমাকে নতুনভাবে পাবেন। আমার বিশ্বাস, গানটি তাদের মন জয় করবে।’
মাহি ছাড়া গানটির সব কলাকুশলী ওপার বাংলার। রিদ্দির লেখায় এতে সঙ্গীতায়োজন করেছেন স্যাভি, গেয়েছেন নেহা কাক্কার। সিনেমাটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন ওম।
‘অগ্নি-২’ নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে বিগ বাজেটের সিনেমাটি।