হাওর বার্তা ডেস্কঃ মরক্কো ও কাতার থেকে ৯০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার (২১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, ৯০ টন সারের মধ্যে টিএসপি ৩০ হাজার টন এবং ইউরিয়া কেনা হবে ৬০ হাজার টন। এ দুই সার কিনতে ৬৩৭ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৫০২ টাকা খরচ হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক জানান, মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি কিনতে ২২১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৩৫৭ টাকা খরচ হবে।
এ ছাড়া কাতার থেকে প্রথম চার লটে ২০৬ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৫০ টাকায় ৩০ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার এবং পঞ্চম লটে ২০৯ কোটি ১০ লাখ ৯০ হাজার ৪৯৫ টাকায় আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করা হয়। এ দিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে দুটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে ১০টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অনুমোদন দেওয়া প্রস্তাবগুলোর জন্য ১ হাজার ৯০৩ কোটি ৮৭ লাখ ১ হাজার ৯২৩ টাকা ধরা হয়েছে।