বন্যার অভিজ্ঞতা জানতে ইটনা হাওর পরিদর্শনে ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি দল

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ অকাল বন্যা মোকাবেলা, ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে আনা, জান মালের নিরাপত্তা, প্রশাসনিক সহযোগীতার অভিজ্ঞতা জানতে ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করতে ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি দল হাওর পরিদর্শন করেন।
গত বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ধনপুর ইউনিয়নের বাঁকসাই গ্রামটি প্রতিনিধি দল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনসাধারন, জনপ্রতি, সমাজ সেবক দের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন।
এ সময় প্রতিনিধি দলে কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকক কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দুর্যোগ প্রস্তুতির ধারনাগত বিশেষজ্ঞ কর্মকর্তা ডেভিট জাপ্পা, বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের অফিস প্রধান আন্না অরলানদিনি, ব্যাংককের অফিস প্রধান মিশেল চিচিক, বাংলাদেশের প্রোগ্রাম অফিসার কেএম মুকিত বিল্লাহ, ফাও এর জাতীয় কর্মসূচি বিশেষজ্ঞ সামছুন নাঈমা রহমান, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাও এর প্রতিনিধি মোঃ বাবুল হোসেন সরকার, ডঃ জিনাত নাসরীন এবং উপজেলা মৎস্য অফিসার, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার,পপির সমন্বয়কারী মো: ছাইদুর রহমান প্রমুখ।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর