হাওর বার্তা ডেস্কঃ সউদী আরবে প্রথমবারের মতো পুরুষ শাসিত পেশার বাধা ভেঙে নারীদের মৎস্যজীবী হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যম গতকাল একথা জানিয়েছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানায়, কর্মসূচির আওতায় ৬০ জন নারীর প্রথম ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রক্ষণশীল দেশটিতে মাছ ধরার শিল্পে প্রবেশাধিকার সীমিত ছিল, কিন্তু বিলম্বে হলেও ২০১৯ সাল থেকে সংস্কারের অংশ হিসেবে সউদী নারীরা নতুন চাকরি গ্রহণ করছে, যা নারীদের পূর্বে পুরুষ শাসিত পেশায় কাজ করতে সক্ষম করে।
৬০ জন মহিলাকে নিরাপদে মাছ ধরার প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের মাছ ধরা থেকে অর্থ উপার্জন করার সুযোগ করে দেয়া হবে। কীভাবে তাদের পণ্য বিক্রি ও বাজারজাত করতে হয় সে বিষয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য উন্নয়ন কর্মসূচি এই প্রশিক্ষণ প্রদান করে। কর্মসূচির ডেপুটি সিইও মুসা আল কানানি বলেন, উদ্যোগের উদ্দেশ্য সউদী যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা মাছ ধরার শিল্পে কাজ করতে পারে। টেকসই উন্নয়ন অর্জন এবং সউদী অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে ভিশন-২০৩০ এর সাথে সামঞ্জস্য রেখে কিংডমের জিডিপিতে মৎস্য ও জলজ খাতের অবদান বাড়ানোর জন্য এ কর্মসূচি চালু করা হয়েছে।