হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা মুক্তমঞ্চ এলাকা হয়ে ওঠেছে কিশোরগঞ্জের প্রধান বিনোদন কেন্দ্র। বিভিন্ন উৎসব আর উপলক্ষ্যে মানুষ তার ব্যস্ত জীবনের অবসরে ছুটে যান মুক্তমঞ্চ পাড়ের খোলা চত্বরে। এছাড়া মানুষজন নির্মল আনন্দ পেতে উৎসব-উপলক্ষ ছাড়াও ভিড় করছেন জায়গাটিতে।
কিশোরগঞ্জ জেলা শহরের বুকে একটু বুকভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা এখন নরসুন্দা মুক্তমঞ্চ এলাকা। গাছ-গাছালিতে ছায়াঘেরা নির্মল পরিবেশে আনন্দময় সময় কাটানোর জন্য এলাকাটি দিন দিনই মানুষের মাঝে জনপ্রিয় একটি স্থানে পরিণত হচ্ছে।
ফলে হাজারো মানুষের পদভারে মুখরিত হচ্ছে নরসুন্দা মুক্তমঞ্চ এলাকা। প্রতিদিনের ঘোরাঘুরির জন্যও মানুষের পছন্দের তালিকায় রয়েছে এই এলাকাটি।
পরিবার-পরিজন ও শিশু-কিশোরদের নিয়ে সেখানে ছুটে যান চাকুরীজীবি, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ নানা পেশাজীবি হাজারো মানুষ।
গুরুদয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চ এলাকা যেন মানুষের যাপিত জীবনের এক টুকরো আনন্দ-বিনোদনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে জমায়েত হচ্ছেন হাজারো মানুষ। যেন এক মহামিলনের উৎসবে মাতোয়ারা বিনোদনপ্রেমীরা।
দর্শনার্থীরা বলছেন, প্রতিদিন বিকাল বেলায় এখানে হাজার হাজার মানুষ আসছেন একটু নির্মল আনন্দময় পরিবেশে সময় কাটাতে। কিশোরগঞ্জে এমন পরিবেশ এখন আর কোথাও দেখা যায় না।
অনেকেই জায়গাটিকে বেছে নেন বন্ধু-বান্ধবদের সাথে সাক্ষাতের একটি অনুপম স্থান হিসেবেও। ফলে বিকাল হলেই ভিড় বাড়ে সেখানে।
চা-হরেক রকম মুখরোচক খাবারের সাথে আনন্দ আড্ডায় এখানে সময় পার করেন মানুষ। ফলে সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও মানুষের জমায়েত যেন ভাঙতেই চায় না।