আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃত বেড়ে ২৮০

হাওর বার্তা ডেস্কঃ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। এতে নিহত হয়েছেন অন্তত ২৮০ জন। এছাড়া আহত হয়েছেন আরও ২০০ জন মানুষ। বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের দৃশ্য উঠে এসেছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর খোস্ত থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। কেন্দ্রস্থল থেকে অন্তত ৫০০ কিলোমিটার পর্যন্ত ভূমিকম্পটি অনূভত হয়েছে। এমনকি পাকিস্তান ও ভারতেও এর আঁচ পাওয়া গেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আয়ুবি জানান, বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে পাতিকা রাজ্যে। সেখানে অন্তত ২৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খোস্ত রাহ্যে আরও ২৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ প্রত্যন্ত অঞ্চল ও পাহাড়ি এলাকাগুলোর তথ্য এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি।

আফগান দুর্যোগ মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, এই ঘটনায় আরও মৃত্যু হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর