হাওর বার্তা ডেস্কঃ বেশ কয়েক ধাপে ভেঙে ভেঙে উইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখনো সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেননি। মমিনুল হকরা চলে গেছেন আগেই। টাইম জোনের ভিন্নতার কারণে ঘুমাতে বেশ সমস্যায় পড়তে হয়েছে টাইগারদের।
তার পরও অ্যান্টিগার সমুদ্রসৈকতে দৌড়াদৌড়ি আর ভলিবল খেলে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা।
বিসিবির পাঠানো একাধিক ভিডিওতে দেখা গেছে, অ্যান্টিগার সমুদ্রসৈকতে বেশ ছুটির মুডে আছেন মমিনুলরা। তাদেরকে ভলিবলসহ বিভিন্ন ধরনের খেলাও খেলতে দেখা গেছে। সারা রাত ঘুমানোর চেষ্টা করে সকালে উঠে সি বিচে দৌড়েই দিন শুরু হচ্ছে টাইগার ক্রিকেটারদের।
সেই ভিডিও বার্তায় রেজাউর রহমান রেজা বলেছেন, ‘লম্বা জার্নি করে আসার পর টায়ার্ড লাগছিল। ঘুম আসতেছিল, কিন্তু ঘুমাইনি। রাতে চেষ্টা করেছি ঘুমানোর। সকালে বিচে গিয়ে রানিং করলাম। তারপর একটু বিশ্রাম নিয়ে বিকালে আমরা বিচে ঘুরলাম। পরদিন আবার রাতে ঘুমানোর চেষ্টা করেছি। সকালে রানিং করে বিকালে জিম করলাম। চেষ্টা করছি এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। ‘