,

image-558807-1654395670

চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরীয় ফুটবলার নিহত

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এন গেসান নামে নাইজেরিয়ান এক ফুটবলার।

২৪ বছর বয়সি ওই ফুটবলার ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদহ যাওয়ার সময় টিটাগড়ের গান্ধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান।

২ ও ৩ নম্বর লাইনের মধ্যে পড়ার পর নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে।

ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তার। এ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।

বারাসত থেকে খড়দহে খেলতে যাচ্ছিলেন গেসান। প্রবল ভিড়ের কারণেই কি তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন? তা এখনও স্পষ্ট নয়।

রেল যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো অকালে চলে যেতে হতো না গেসানকে।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর