হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন,হাওর নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।তিনি আরো বলেন,হাওরের উন্নয়ন নিয়ে ঈর্ষান্বিত হইয়েন না। হাওরের মানুষ বহু যুগ যুগ ধরে অবহেলিত। একটা সময় গেছে বর্ষাকালে মৃত্যুর পর দাফন করারও জায়গা ছিল না। তাদেরকে একটু সুযোগ সুবিধা দেন। এটা নিয়ে ঈর্ষান্বিত হবেন না।
কিশোরগঞ্জ নিউজ অনলাইন পোর্টালের ৬ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার রাতে জেলা শহরের উজান ভাটি রেস্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নরসুন্দা গাঙকে খাল বানাইছেন এখন কচুরিপানাগুলো পরিষ্কার করতে পারেন না? এমন কেউ কি নেই কচুরিপানা পরিষ্কার করে মানুষের বিনোদনের জন্য বোট চালু করতে? বোটের আয় দিয়েও তো কচুরিপানা পরিষ্কার করে রাখা যায়। নরসুন্দা নদীর কচুরিপানা পরিষ্কার করার মত কি কেউ নেই ? কিশোরগঞ্জ নিউজের সভাপতিমন্ডলীর সভাপতি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদন্নোতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার),শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মুজিবুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী,কিশোরগঞ্জ অক্সিজেন ব্যাংক সমন্বয়ক অধ্যাপক ডাঃ খালেকুল ইসলাম ববি,আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও. শাব্বির আহমদ রশিদ ,কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ,কিশোরগঞ্জ নিউজের প্রধান পৃষ্ঠপোষক বাদল রহমান।অনুষ্ঠান সঞ্চালনায় করেন কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।