হাওর বার্তা ডেস্কঃ মাঙ্কিপক্স ও লাসা জ্বরের মতো স্থানীয় রোগের প্রাদুর্ভাব আরও ঘন ঘন দেখা দেবে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সতর্কবার্তা দিয়েছে।
সংস্থা জরুরি সেবা বিষয়ক পরিচালক মাইক রায়ান জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন যেমন খরার মতো দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ায় ভূমিকা রাখে, তেমনি প্রাণি ও মানুষ তাদের খাদ্যসন্ধানী আচরণ পরিবর্তন করছে। এর ফলে যে রোগগুলো সাধারণত প্রাণিদের মধ্যে ছড়িয়ে পড়ে তা ক্রমবর্ধমান হারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, ‘দুর্ভাগ্যবশত, সেই রোগটিকে বিস্তৃতি করার এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে এর প্রকোপ বাড়ানোর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে – তাই রোগের উদ্ভব ও রোগের পরিবর্ধনের কারণ বৃদ্ধি পেয়েছে।’