হাওর বার্তা ডেস্কঃ আবহাওয়া অনুকূলে না থাকলেও এবার বোরোর ফলন গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। এ বছর বোরো উৎপাদনের সম্ভব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ১১ লাখ ৫৭ হাজার টন। গত বছর দেশে বোরো ধানের জাতীয় গড় ফলন ছিল ২ কোটি ৮ লাখ ৮৫ হাজার টন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, রোবরার (২৯ মে) পর্যন্ত সারাদেশের ৪৯ লাখ ৬৩ হাজার ১৯৮ হেক্টর জমির মধ্যে ৪৫ লাখ ৬৬ হাজার ৬৩৮ হেক্টরের জমির ধান কর্তন করা হয়েছে। যা ৯৪ দশমিক ৪৪ শতাংশ।
যদিও কৃষকরা ও সংশ্লিষ্টরা বলছে, এ বছর আরও বেশি ক্ষতি হবে। সারা দেশে এ বছর বোরোর ফলন অনেক কমেছে।
মন্ত্রণালয় বলছে, হাওরে বন্যা, সারাদেশের অতিবৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢলে ১৯ হাজার ৯২২ হেক্টর জমিতে মোট ৭৯ হাজার ৬২৯ টন ধানের ক্ষতি হয়েছে। এর মধ্যে হাওরে ১৮ হাজার ১৭৬ হেক্টর জমিতে ৭২ হাজার ১৫৭ টন ধানের ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলে ১ হাজার ৬৮১ হেক্টর জমিতে ৭ হাজার ১৯৪ টন ধান নষ্ট হয়েছে। এছাড়া অতিবৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে ৬৫ হেক্টরে ২৭৮ টন ধানের ফলন কমেছে।